এসএসসি/ডিপ্লোমা মার্কশীট, সার্টিফিকেট উত্তোলন করার জন্যঃ
প্রথমে নিশ্চিত হতে হবে যে মার্কশীট/সার্টিফিকেট কলেজে বোর্ড থেকে এসেছে কিনা। এ ব্যাপারে সরাসরি অফিসে গিয়ে খোজ নিয়ে নিশ্চিত হতে পারবেন অথবা ০১৭৩৩৩৭১৬৬৬ বা ০১৭৩৩৩৭১১১৩ নম্বরে ফোন করে জেনে নিতে পারবেন। এরপরে নির্ধারিত ফর্মে আবেদনপত্র জমা দিলে অফিস থেকে নূন্যতম ২০ মিনিট, সর্বোচ্চ ৪ ঘন্টার মধ্যে কাগজপত্র পাওয়া যাবে। সার্ভিস ডেলিভারি টাইম নির্ভর করবে অফিসের ব্যাস্ততার উপরে, এক্ষেত্রে আসার আগে ফোন করে আসার পরামর্শ রইল।
আবেদন ফর্মঃ [embeddoc url=”http://www.mangroveinstitute.com/wp-content/uploads/2018/04/Mark-Sheet-Uttolon-8th-Semester.pdf” width=”30%” height=”2%” download=”all”]
অনলাইনে সার্টিফিকেট-মার্কশীটের কপি পেতে আপনার রোল, রেজিষ্ট্রেশন, সেশন, নাম, বিভাগ লিখে ইমেইলে অনুরোধ করলে ইমেইলে স্ক্যান কপি পাঠিয়ে দেয়া হবে। ইমেইল: bodiuzzaman116@gmail.com, Cell: 01733371777, 01911788766
বোর্ড থেকে মার্কশীট, সার্টিফিকেট উত্তোলন করার জন্যঃ
নির্দিষ্ট ফর্ম পূরন করে কলেজের সীল ও অধ্যক্ষের সাক্ষর নিয়ে বোর্ডে যোগাযোগ করতে হবে। এক্ষেত্রে স্বল্প সময়ের মধ্যে কলেজ থেকে পেপারস তৈরি করে দেয়া হবে।
বোর্ডের আবেদন ফর্মঃ [embeddoc url=”http://www.mangroveinstitute.com/wp-content/uploads/2018/04/cert_pro_trans_form.pdf” width=”30%” height=”10%” download=”all”]