ম্যানগ্রোভ ইনষ্টিটিউটে বর্তমানে ১৩ টি ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স চালু রয়েছে। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড পরিচালিত ৬ মাস ব্যাপি ৮টি সেমিষ্টার বিশিষ্ট কোর্স। এখানে ৭ সেমিষ্টার বিভিন্ন থিওরী ও ব্যাবহারিক বিষয়ের উপর ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং শেষের ৮ম পর্বে বিভিন্ন কলকারখানায় বাস্তব কর্মক্ষেত্রে ৬ মাসের ইন্ডাষ্ট্রিয়াল ট্রেনিং করার পরে কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষায় অংশগ্রহন করে সনদ পাওয়া যায়। বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি পলিটেকনিকের পরীক্ষা একই বোর্ডের অধীনে একই প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠিত হয়। সকল সরকারি-বেসরকারি পলিটেকনিকের সনদের মান সমান এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সনদ একটি সরকারি সনদ।
ডিপ্লোমার পরে উচ্চশিক্ষাঃ
- ম্যানগ্রোভ ইনষ্টিটিউটের ব্যবস্থাপনায় স্থাপিত রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজে বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ।
- ৪ বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ার পরে Dhaka University of Engineering and Technology তে ৩.৫ বছরে বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ। (ম্যানগ্রোভ থেকে পাশ করা শিক্ষার্থীরা সেখানে চান্স পেয়ে অধ্যায়ন করছে)
- টেক্সটাইল ও গার্মেন্টস বিভাগ থেকে পাশের পরে সরকারি বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (BTEC) এ পড়ার সুযোগ।(ম্যানগ্রোভ থেকে পাশ করা শিক্ষার্থীরা সেখানে চান্স পেয়ে অধ্যায়ন করছে)
- OIC পরিচালিত Islamic University of Technology গাজীপুরে বিএসসি ইন-টেক করার সুযোগ। (ম্যানগ্রোভ থেকে পাশ করা শিক্ষার্থী পড়াশোনা শেষ করেছে)
- শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সে পড়ার সুযোগ।
- যে কোন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ।
- BAC থেকে সরাসরি ২ বছর চাকুরীর পরে MBA পড়ার সুযোগ।
- বিদেশে উচ্চ শিক্ষার সুযোগ। (ম্যানগ্রোভ ইনষ্টিটিউট থেকে সরাসরি চায়নাতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সহায়তা করা হয়)
- ডিপ্লোমা শেষে বিএসসি, এমএসসি, PhD করার সুযোগ থাকে।