
রেডিমেট গার্মেন্টস পন্য রপ্তানি বাংলাদেশের প্রধান বৈদেশিক মূদ্রা অর্জনের খাত। বাংলাদেশের সরকারি ব্যবস্থাপনার মাত্র ২টি ইন্সটিটিউটে ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ও গার্মেন্টস ডিজাইন এন্ড প্যাটার্ণ মেকিং ইঞ্জিনিয়ারিং কোর্স চালু আছে । এসব সরকারি প্রতিষ্ঠানে প্রতি বছর সীমিত আসনে ছাত্র/ছাত্রী ভর্তি করা হয় । ইহাতে যে পরিমান ডিপ্লোমা ইন-টেক্সটাইল ও গার্মেন্টস ডিজাইন এন্ড প্যাটার্ণ মেকিং ইঞ্জিনিয়ার পাশ করিতেছে, তাহা প্রয়োজনের তুলনায় খুবই নগন্য । তাই ঘাটতি পুরন করার জন্য বিদেশ থেকে অনেক টেক্সটাইল ও গার্মেন্টস ডিজাইন এন্ড প্যাটার্ন মেকিং ইঞ্জিনিয়ার আনতে হয় । অথচ আমাদের দেশে লক্ষ লক্ষ বেকার যুবক/যুবতী চাকুরী না পাইয়া হতাশাগ্রস্থ হইতেছে । বস্ত্র মন্ত্রনালয় থেকে প্রকাশিত এক জরিপে জানা যায়, দেশে বস্ত্র ও রপ্তানী মুখী পোশাক (গার্মেন্টস) শিল্পে টেক্সটাইল ডিগ্রীধারী ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের প্রয়োজন ৩০,০০০ জন, সেখানে কর্মরত আছে মাত্র ২৫০০ জন । বস্ত্র অধিদপ্তরের প্রকাশিত প্রদিবেদন মোতাবেক এখনও বাংলাদেশে সরবারহ কৃত দক্ষ জনবলের পাশাপাশি ২০২১ সাল পর্যন্ত ব্যাপক ঘাটতি রয়েছে।

গার্মেন্টস ডিজাইন এন্ড প্যাটার্ন মেকিং বিভাগের চাকুরীর ক্ষেত্রঃ
দেশের বস্ত্র শিল্প এই বিভাগের কর্মক্ষেত্রে প্রধান স্থান। দেশের প্রতিটি তৈনি পোষাক কারখানাতে কোয়ালিটি কন্ট্রোলার, প্রোডাক্শন অফিসার, প্যাটার্ন অফিসার থেকে শুরু করে বিভিন্ন পদে গার্মেন্টস ডিজাইন এন্ড প্যাটার্ন মেকিং বিভাগ থেকে পাশকৃত শিক্ষার্থীরা কাজ করার সুযোগ পাবে। উপরের চিত্রে দেখা যায় যে দেশে কি পরিমান জব এই বিভাগ থেকে পাশ করা শিক্ষার্থীদের জন্য খালি আছে।
ম্যানগ্রোভ থেকে পাশকৃত শিক্ষার্থীদের কর্মক্ষেত্রের কয়েকটিঃ
ম্যানগ্রোভ ইনষ্টিটিউটের গার্মেন্টস ডিজাইন এন্ড প্যাটার্ন মের্কিং বিভাগ থেকে পাশ করা সকল শিক্ষার্থী বিভিন্ন কলকারখানায় চাকুরীরত আছে। এই বিভাগের চাকুরী পাবার হার ১০০%। কয়েকটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান
- ইয়ংওয়ান (ঢাকা ইপিজেড)
- সিনহা গ্রুপ।
- এনভয় টেক্সটাইল।
- জনি গ্রুপ।
- জিটিএ স্পোর্টস।
- ইসলাম গ্রুপ।
- ডায়মন্ড এটিয়ার্টস লি.
- ইসলাম গার্সেন্টস লি.।
- হামীম গ্রুপ।
- ইম্পেরিয়াল এপারেলস।
- ম্যানগ্রোভ ইনষ্টিটিউট।
কেন ম্যানগ্রোভ ইনষ্টিটিউটের গার্মেন্টস ডিজাইন এন্ড প্যাটার্ন মেকিং বিভাগে ভর্তি হবেন?
ম্যানগ্রোভ ইনষ্টিটিউটের এই বিভাগ থেকে পাশকৃত শিক্ষার্থীদের চাকুরী পাবার হার ১০০%। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে একমাত্র দেশের মধ্যে ম্যানগ্রোভ ইনষ্টিটিউটের অভ্যন্তরে রয়েছে একটি গার্মেন্টস ফ্যাক্টরী যেখান থেকে শিক্ষার্থীরা অন্য যে কোন প্রতিষ্ঠানের তুলনায় একটি বাস্তব গার্মেন্টস ফ্যাক্টরী সম্পর্কে এবং সরাসরি প্রোডাকশন সিস্টেম, প্যাটার্ন তৈরি, কোয়ালিটি কন্ট্রোল সম্পর্কে ভাল ধারনা পেতে পারে। এখানে রয়েছে এই বিভাগের জন্য সুদক্ষ শিক্ষক মন্ডলী। এছাড়া কম্পিউটার এইডেড গার্মেন্টস প্যাটার্ন ডিজাইনিং করতে রয়েছে সুসজ্জিত কম্পিউটার ল্যাব।
গার্মেন্টস ডিজাইন এন্ড প্যাটার্ন মেকিং বিভাগের ল্যাবঃ









গার্মেন্টস বিভাগের শিক্ষক মন্ডলীঃ

Head of GDPM
Diploma in GDPM
Cell: 01733372007

Instructor
Bsc in Fashion Design
ভর্তির যোগ্যতাঃ
যে কোন বিভাগ হতে নূন্যতম ২.০০ জিপিএ সহ এসএসসি/সমমান পাশ
টিউশন ফিঃ
ভর্তি ফিঃ ৫০০০/- (একবার)
সেমিষ্টার ফিঃ ৩০০০/- (প্রতি ৬ মাস পর পর ৮ টি সেমিষ্টার)
প্রতি মাসে বেতনঃ ১০০০/- ( ৪ বছরে ৪৮ মাসের জন্য)
৪ বছরে মোট খরচঃ ৭৭০০০/-
অন্যান্য সুবিধাঃ
# এসএসসির জিপি ভিত্তিক টিউশন ফি ১০% থেকে ১০০% মওকুফের সুযোগ। এ+ প্রাপ্তদের টিউশন ফি ব্যাতিত পড়ার সুযোগ।
# ১০০% ছাত্রী ও ৫০% ছাত্রদের জন্য প্রতি মাসে বিশ্বব্যাংকের ৮০০ টাকা উপবৃত্তি ও দরিদ্র মেধাবীদের বিশেষ সুবিধা।
# মেয়েদের জন্য মাত্র ৯৯০০ টাকায় ৪ বছরে পড়ার বিশেষ সুযোগ।
# সবার জন্য সকল সেমিষ্টারে বিনামূল্যে বই, এবং কোন প্রকার আলাদা প্রাইভেট টিউশন নেয়ার প্রয়োজন নেই।
# প্রতি বছর কোর্স সমাপনীর পরে যোগ্যতা সাপেক্ষে ক্যাম্পাসের সহায়তা সরাসরি চাকুরীর সুযোগ।
ভর্তির জন্য যোগাযোগঃ
Mangrove Institute of Science and Technology
Jessor Road, Baikali, Khulna.
Bangladesh.
web: www.mangroveinstitute.com
E-mail: momen.mist@yahoo.com, bodiuzzaman116@gmail.com
Phone: 88-041-2850524, Hotline: 017 55 66 00 56, Mobile: +88017333 71 333, +88017333 71 777
Fax: 88-041-763509
Cell: +8801819695787, +8801818242007, +8801911788766