ম্যানগ্রোভ ইনষ্টিটিউটের শিক্ষার্থীদের ইংরেজি ভাষা ও ২য় অন্য একটি ভাষায় পারদর্শী করে গড়ে তুলতে কলেজে রয়েছে Mangrove Language Club যার মধ্যমে বিনামূল্যে কলেজের শিক্ষার্থীদের বর্তমানে ইংরেজি ভাষা শেখানো হয় যা তাদের বিষ্যত কর্মজীবনে কমিউনিকেশনে সহয়াক হবে। এছাড়া অন্যান্য ভাষায় শেখার জন্য কার্যক্রম চালু করার কাজ প্রক্রিয়াধীন।
ল্যাঙ্গুয়েজ ক্লাবের পরিচালক হিসেবে বর্তমানে কাজ করছেনঃ
খান আজিজুল রানা (MA ELT, RU)
Cell: 01733372000